বিশ্বব্যাংক বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে চায়: মন্ত্রী মোশাররফ

স্থানীয় সরকার প্রকৌশল ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যে বিশ্বব্যাংক এক সময় দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতু প্রকল্পকে বাঁধাগ্রস্ত করেছে তারাই এখন বাংলাদেশের উন্নয়নের অংশ হতে চায়।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2017, 03:33 PM
Updated : 19 March 2017, 03:52 PM

রোববার দুপুরে ফরিদপুর শহরে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ফরিদপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, এখন সাড়া বিশ্বে উন্নয়নের কথা বললে জাতিসংঘ বলে বাংলাদেশের দিকে তাকাও। দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে সরকার পদ্মা সেতুর কাজ এগিয়ে নিচ্ছে।

“যে বিশ্বব্যাংক এক সময় দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতু প্রকল্পকে বাঁধাগ্রস্ত করেছে; সেই বিশ্ব ব্যাংক এখন পা জড়িয়ে ধরে বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে চায়।”

জেলা স্বেচ্ছা সেব্কলীগর আহ্বায়ক শওকত আলী জাহিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্ল্যাহ, যুগ্ম সম্পাদক ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাসিম, স্বেচ্ছা সেবকলীগের কেন্দ্রীয় সভাপতি মো. আবু কাউসার, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য পংকজ দেবনাথ, কেন্দ্রীয় নেতা মেজবাহ উদ্দিন সাচ্চু, আলীম বেপারী, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমুখ।