সব ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেটের আশ্বাস পলকের

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০১৮ সালের মধ্যে  দেশের সকল ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারে উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট পৌঁছে দেওয়া হবে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2017, 01:59 PM
Updated : 19 March 2017, 01:59 PM

রোববার ঝিনাইদহ পৌরসভার ‘অনলাইন বিলিং সিস্টেম’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশের পাঁচ হাজার ২৭২ টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে ৬০ লাখ মানুষ প্রতি মাসে ডিজিটাল সেবা পাচ্ছে।

“২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে দেশের সকল ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারে উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট পৌঁছে দেওয়া হবে। নতুন এ সিস্টেম ব্যবহার করে অনলাইনের মাধ্যমে ঘরে বসেই করসহ পৌরসভার সকল বিল প্রদান করতে পারবে।”

সহজলভ্য তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে কেউ যেন দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার পরার্মশ দেন পলক।

পৌর মেয়র সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মিজানুর রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন।

পরে পৌরসভার মানব বর্জ্য শোধনাগারের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী।