ফেনীতে পুলিশের গুলিতে আহত একজনের মৃত্যু

ফেনীর সোনাগাজীতে পুলিশের গুলিতে কথিত এক মাদক বিক্রেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2017, 08:03 AM
Updated : 18 March 2017, 08:21 AM

সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, শনিবার দুপুরে সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত নূরুল আবসার ওরফে ফকির আহম্মদ (৪৫) সোনাগাজী ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের বাচ্চু মিয়া ওরফে মোজাফ্ফর আহম্মেদ খানের ছেলে।

ওসি কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের একটি দল শুক্রবার মধ্যরাতে নূরুলের বাড়িতে মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় বাড়ির লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার করে পুলিশের ওপর হামলা করে।

“পুলিশ ছয় রাউন্ড শটগানের গুলি ছুড়লে নুরুল আহত হন। শনিবার দুপুরে সদর হাসপাতালে তার মৃত্যু হয়।”

এ ঘটনায় পুলিশ নূরুলের ভাই মঈন উদ্দিন আলমগীর (৩২) ও সালাহ উদ্দিনকে (২১) আটক করেছে বলে জানান ওসি কবির।

তিনি বলেন, অভিযানকালে পুলিশ ঘটনাস্থল থেকে ১০ কেজি গাঁজা, ৮০০ ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন, দুই বোতল বিদেশি মদ ও পাঁচ হাজার টাকা উদ্ধার করেছে।

অভিযানকালে ছয় পুলিশ আহত হলে তাদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় বলে তিনি জানান।

মাদক ও পুলিশের ওপর হামলার ঘটনায় আলাদা দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।