ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে’ মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2017, 06:01 AM
Updated : 18 March 2017, 06:21 AM

কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, শনিবার ভোর ৪টার দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত জহিরুল ইসলাম ওরফে কালা জহির (৩৫) একই উপজেলার কাইমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের মধ্যপাড়া এলাকার নসু সরকারের ছেলে।

ওসি মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকালে জহিরকে তার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী পুলিশ তাকে নিয়ে শনিবার ভোরে হাজীপুর এলাকায় অস্ত্র উদ্ধারে যায়।

“এ সময় আগে থেকে ওত পেতে থাকা জহিরের সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি চালায়। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে জহিরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।”

এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় বলে জানান ওসি মহিউদ্দিন।

ঘটনাস্থল থেকে ১২টি ককটেল, দুটি রামদা, একটি পাইপগান ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।

জহিরের নামে ডাকাতিসহ ছয়টি মামলা রয়েছে জানিয়ে ওসি বলেন, তার নামে আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আর লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।