শেরপুরে বৃষ্টিতে স্বস্তি

শেরপুরে বজ্রসহ মাঝারি বৃষ্টি হয়েছে। সকালের এ বৃষ্টিতে চলাচলে কিছুটা সমস্যা হলেও শুষ্ক আবহাওয়ায় স্বস্তি পেয়েছে মানুষ। উপকার হয়েছে বোরোক্ষেতের।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2017, 04:40 AM
Updated : 18 March 2017, 08:54 AM

শনিবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত থেমে থেমে এই বৃষ্টিপাত হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশরাফ উদ্দিন জানান, শেরপুর সদরে ৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

“এ সময় এমন বৃষ্টি বোরো আবাদের জন্য উপকারী হয়েছে।”

তবে সকালে বৃষ্টির কারণে স্কুলগামী শিক্ষার্থীসহ জরুরি কাজে বের হওয়া মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। রাস্তায় রিকশা ও অটোরিকশাসহ যানবাহনের সংখ্যা ছিল কম। শহরের অনেক রাস্তা কাদা-পানিতে সয়লব হওয়ায় পথচারীদের অসুবিধায় পড়তে হয়।

অনেক জায়গায় চলমান উন্নয়নকাজ বাধাগ্রস্ত হয়েছে। ইটভাটাগুলোর কাঁচা ইট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন জায়গা থেকে ভাটামালিকরা জানিয়েছেন।