মেঘনায় ইলিশ শিকার করে ১৭ জেলে কারাগারে

নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনায় ইলিশ ধরায় ১৭ জেলেকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2017, 11:25 AM
Updated : 17 March 2017, 11:43 AM

শুক্রবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃধা মো. মুজাহিদুল ইসলাম এ আদালত পরিচালনা করেন।

ভোলা সদর উপজেলা মৎস কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ইউএনওর নেতৃত্বে কোস্টগার্ডের একটি দল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালায়।

“নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর ইলিশা এলাকা থেকে ইলিশ মাছ ধরায় ১৭ জেলেকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে দুই  মাস করে কারাদণ্ড দেওয়া হয়।”

তাদের কাছ থেকে জব্দ করা ৫০ হাজার মিটার জাল পুড়িয়ে ফেলা হয়। বিকালে জেলেদের কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।

ইউএনও মুজাহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযানে জেলেদের কাছ থেকে ২০০ কেজির মতো ইলিশ মাছ উদ্ধার হয়। বিকালে তা জেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

জাটকা সংরক্ষণের জন্য ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের সকল নদীতে ইলিশ ধরা, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।

এ আদেশ অমান্য করলে এক মাস থেকে সর্বোচ্চ ছয় মাস কারাদণ্ড এবং এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে।