ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে উত্ত্যক্তে ২ যুবকের কারাদণ্ড

ঠাকুরগাঁও সদরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে দুই যুবককে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2017, 11:23 AM
Updated : 17 March 2017, 11:23 AM

সদর থানার এসআই আজম হোসেন প্রধান জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইম হাসান খান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেন।

দণ্ডিতরা হলেন উপজেলার কলেজপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. বাবুল (২৫) ও গড়েয়া ইউনিয়নের চৌঙ্গাখাতা গ্রামের বেলাল হোসেনের ছেলে আলমগীর হোসেন (২০)।

এসআই আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকালে শহরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এক ছাত্রীকে উত্ত্যক্তের সময় স্থানীয়রা বাবুলকে আটক করে পুলিশে দেয়। 

“আর বিকালে এক মাদ্রাসা ছাত্রীর পথরোধ করে উত্ত্যক্তের সময় আলমগীরকে আটক করে স্থানীয়রা।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইম হাসান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভ্রাম্যমাণ আদালতে ওই দুই যুবক দোষ স্বীকার করলে তাদের ছয় মাস করে দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।