ময়মনসিংহে দশ টাকার চালসহ গ্রেপ্তার ২

ময়মনসিংহের হালুয়াঘাটে হত দরিদ্রদের মাঝে বিতরণের ১০ টাকা কেজির ৩১ টন চালসহ দুই জনকে আটক করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2017, 10:29 AM
Updated : 17 March 2017, 10:29 AM

ময়মনসিংহ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার রওশন মোস্তফা জানান, বৃহস্পতিবার রাতে পৌর শহরের উত্তর বাজার ধানমহলের একটি গুদাম থেকে চাল জব্দ করা হয়।

গ্রেপ্তার মনির ও আজিজুলকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা রওশন মোস্তফা বলেন, উত্তর বাজারে আব্দুর রফিকের ভবনের ভাড়াটিয়া নুরুল ইসলাম কালো বাজারে বিক্রির জন্য খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির দরের ৩১টন চাল মজুদ করে রেখেছিল।

গোপন খবরে অভিযান চালিয়ে তা জব্দ ও মজুদে জড়িত অভিযোগে মনির ও আজিজুলকে আটক করা হয়েছে। কালোবাজারি নূরুল ইসলামকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

হালুয়াঘাট থানর পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ লাল মিয়া বলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়ন উদ্ধার মালামালসহ তিন জনের নামে মামলা করেছে।

আটকদের আদালতে পাঠানো হয়েছে এবং উদ্ধার চাল থানা হেফাজতে রয়েছে বলে জানান তিনি।