ছয় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল চালু

গাজীপুরে যমুনা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হওয়ার ছয় ঘণ্টা পর আবার চালু হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2017, 03:39 AM
Updated : 17 March 2017, 07:23 AM

জয়দেবপুর রেল জংশন স্টেশন মাস্টার শহীদুল ইসলাম জানান, শুক্রবার বেলা ১টায় লাইনচ্যুত বগি উদ্ধার করার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকাল পৌনে ৭টার দিকে যমুনা এক্সপ্রেস জামালপুর থেকে ঢাকা যাওয়ার পথে জয়দেবপুর জংশন স্টেশনে লাইনচ্যুত হয়।

লাইনচ্যুত বগিসহ দুটি বগি ঘটনাস্থলে রেখে যমুনা গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেলেও ওই রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তবে জংশনের ৩ নম্বর লাইন দিয়ে ঢাকা থেকে উত্তরবঙ্গসহ অন্য সব পথে ট্রেন চলাচল স্বাভাবিক থাকে।

পরে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিটি লাইনে তুললে যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানান স্টেশন মাস্টার শহীদুল।