ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাতিল ভর্তিপরীক্ষা পুনরায় অনুষ্ঠিত

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ‘এফ’ ইউনিটের বাতিল ভর্তিপরীক্ষা পুনরায় অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2017, 09:01 AM
Updated : 16 March 2017, 09:05 AM

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাশিদ আসকারী জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মোট তিনটি কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।

গত বছরের ৭ ডিসেম্বর ‘এফ’ ইউনিটের ভর্তিপরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। ঘটনা প্রমাণের পর ৭ মার্চ পুনরায় ভর্তিপরীক্ষা গ্রহণের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

উপাচার্য আসকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুনঃভর্তি পরীক্ষাটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষার মধ্য দিয়ে স্বচ্ছতা, জবাবদিহি ও মেধামূল্যায়নের পথ সুগম হলো।”

পুনরায় ভর্তিপরীক্ষায় অংশগ্রহণের জন্য নতুন করে আবেদন নেওয়া হয়নি। প্রথম ভর্তিপরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিলেন এবার শুধু তারাই অংশ নিয়েছেন।

‘এফ’ ইউনিটে মোট ২৯৪৪ শিক্ষার্থী আবেদন করেছিলেন। পুনঃভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।