ব্রাহ্মণবাড়িয়ায় নার্সকে চড় মারার অভিযোগে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের এক নার্সকে চড় মারার অভিযোগে একজন চিকিৎসকের অপসারণ চেয়ে বিক্ষোভ দেখিয়েছেন নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2017, 07:11 AM
Updated : 16 March 2017, 03:24 PM

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত হাসপাতাল চত্বরে শতাধিক ছাত্রী এই বিক্ষোভ দেখান।

ইনস্টিটিউটের উপ-তত্ত্বাবধায়ক কোহিনূর বেগম সাংবাদিকদের বলেন, “সকালে তুচ্ছ ঘটনার জেরে জেলা সদর হাসপাতালের গাইনি কনসালট্যান্ট ফৌজিয়া আক্তার নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে থাপড় মারেন।

“এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ফৌজিয়ার অপসারণ চেয়ে হাসপাতালের বিক্ষোভ দেখান। পরে তারা হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে লিখিত অভিযোগ দেন।”

উভয় পক্ষকের সঙ্গে আলোচনা করে বিষয়টি নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন তত্ত্বাবধায়ক শওকত হোসেন।