ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে জঙ্গি’ নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2017, 03:53 AM
Updated : 16 March 2017, 03:53 AM

কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, বুধবার রাত ২টার দিকে উপজেলার কুটি চৌমুহনী এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত তাজুল ইসলাম মাহমুদ ওরফে মামা হুজুর (৪৬) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাসিন্দা।

ওসি মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জঙ্গি কার্যক্রম পরিচালনার জন্য পাঁচ-ছয়জন জঙ্গি কুটি চৌমুহনী এলাকায় জড়ো হয়। গোপনে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে জঙ্গিরা পুলিশের ওপর ককটেল হামলা চালায় এবং গুলিবর্ষণ শুরু করে।

“আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে জঙ্গি তাজুল ইসলাম মাহমুদ ওরফে মামা হুজুরের লাশ উদ্ধার করা হয়। বাকি জঙ্গিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।”

ঘটনাস্থল থেকে ৩৫টি ককটেল, পাঁচটি ধারালো চাপাতি, একটি পাইপগান ও নয়টি কার্তুজ উদ্ধার করা হয়েছে জানিয়ে ওসি মহিউদ্দিন বলেন, এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হলে তাদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

নিহত তাজুল কসবা উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের কবিরাজ ফরিদ মিয়া হত্যা মামলার অন্যতম আসামি।