চলন্ত বাসে চালকের মৃত্যু, বাস উল্টে আহত ৫

রাজশাহীতে চলন্ত বাসে হৃদরোগে আক্রান্ত হয়ে চালকের মৃত্যুর পর বাস উল্টে খাদে পড়ে অন্তত পাঁচজন আহত হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2017, 04:03 PM
Updated : 15 March 2017, 04:03 PM

হাইওয়ে পুলিশের শিবপুরহাট ফাঁড়ির এএসআই শরিফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে পুঠিয়া উপজেলার গোপালহাটি এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আকবর আলী (৫৭) হানিফ এন্টারপ্রাইজের চালক ছিলেন। তার বাড়ি ঢাকার সাভার থানার গোবিনাথপুর এলাকায়।

আহতদের পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এএসআই শরিফুল বলেন, হানিফ এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো-গ ১৪-৯০৪১) বাসটি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। রাত ১১টার দিকে গোপালহাটি এলাকায় চালক আকবর অসুস্থ্ হয়ে পড়েন। এ সময় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

“পরে চালকসহ আহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে আগেই চালক আকবরের তার মৃত্যু হয়েছে।”