বগুড়ায় ভুয়া সেনা কর্মকর্তা গ্রেপ্তার

বগুড়ার একটি  আবাসিক হোটেল থেকে ভুয়া সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2017, 03:28 PM
Updated : 15 March 2017, 03:28 PM

গ্রেপ্তার মাহমুদুল হাসান (৩২) ঢাকার যমুনা ফিউচারপার্কের সিকিউরিটি ইনচার্জ।

বুধবার বিকালে শহরের হোটেল নাজ গার্ডেন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বগুড়া সদর থানার পরির্দশক (তদন্ত) আসলাম আলী জানান।

“ সকালে মাহমুদুল হাসান নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে নাজ গার্ডেনের চতুর্থ তলায় একটি কক্ষে ওঠেন। দুপুর ১টার দিকে অজ্ঞাত পরিচয় এক নারী তার কক্ষে এসে দুই ঘণ্টা অবস্থান করে চলে যায়। এ নিয়ে ওই ব্যক্তি সন্দেহজনক কথা বললে হোটেল কর্তৃপক্ষ পুলিশে জানায়।”

পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাহমুদুল যমুনা ফিউচারপার্কের সিকিউরিটি ইনচার্জ বলে পরিচয় দেন। এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর একটি ভুয়া পরিচয়পত্র ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে জানান তিনি।

এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন হোটেলে নাজ গার্ডেনের সিকিউরিটি ইনচার্জ নুরুল ইসলাম।