গঙ্গার মতো তিস্তা চুক্তিও হয়ে যাবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সময় মতো গঙ্গা চুক্তির মতো তিস্তা চুক্তিও হয়েছে যাবে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2017, 02:13 PM
Updated : 15 March 2017, 02:13 PM

বুধবার নোয়াখালীতে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, তিস্তা চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে। নিয়ম কানুন সম্পন্ন করে যেকোনো সময় এই চুক্তি স্বাক্ষর হতে পারে।

“যেকোনো চুক্তি দেশের স্বার্থের অনুকূলে এবং খোলামেলাভাবে করা হবে।”

নিজ নির্বাচনী এলাকা কবিরহাট উপজেলার দক্ষিণ অমরপুর কামরুন নাহার (শিউলী একরাম) প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, “তিস্তা চুক্তি এখন প্রায় শেষ পর্যায়ে।নিয়ম কানুন সম্পন্ন করে সময় মতো গঙ্গা চুক্তির মতো তিস্তা চুক্তিও হয়ে যাবে।

“এপ্রিলে প্রধানমন্ত্রীর ভারত যাচ্ছেন তখন যদি না হয়; তারপর যেকোনো সময় হতে পারে।”

এনিয়ে যারা পানি ঘোলার চেষ্টা করছেন তারা নিজেরা কিছু করতে পারেননি মন্তব্য করে তিনি বলেন, এখন নেত্রীকে পদে পদে বাধা দিচ্ছেন।

বিদ্যালয়ের প্রধান নির্বাহী বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যাহ, কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলী।

এ সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. মাহে আলম, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল মমিন, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান উপস্থিত ছিলেন।