আবারও পেছালো আ. লীগ নেতা ফারুক হত্যার অভিযোগ গঠন

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2017, 11:29 AM
Updated : 15 March 2017, 11:30 AM

বুধবার টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়ার আদালতে অভিযোগ গঠনের শুনানির কথা থাকলেও আসামি আমানুর রহমান খান রানাকে আদালতে হাজির করতে না পারায় শুনানি হয়নি বলে জানান আদালত পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম।

একই কারণে এ নিয়ে পাঁচবার মামলার অভিযোগ গঠন পেছালো।

আনোয়ারুল বলেন, বুধবার অভিযোগ গঠনের শুনানির তারিখ ছিল। কিন্তু সাংসদ রানা চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকায় তাকে আদালতে হাজির না করায় শুনানি পিছিয়েছে।

অভিযোগ গঠনের পরবর্তী তারিখ এখনও জানা যায়নি বলে জানান তিনি।

আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি চালিয়ে হত্যা করা হয়। ওই মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি রানাকে প্রধান আসামি করে এবং তার তিন ভাইসহ মোট ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

দীর্ঘদিন পালিয়ে থেকে সাংসদ রানা গত ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠান বিচারক। জেলা ও দায়রা জজ তার জামিন আবেদন নাকচ করে দিলে এই সাংসদ হাই কোর্টে আবেদন করলে জামিন পাননি তিনি।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ইতোমধ‌্যে রানা ও তার তিন ভাইকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রের অনুমোদন চেয়েছে।