গাজীপুরে আগুনে পুড়েছে মুদির দোকান, ঝুটের গুদাম

গাজীপুরের দুই জায়গায় আগুনে একটি মুদির দোকান ও চারটি ঝুটের গুদাম পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2017, 03:44 AM
Updated : 15 March 2017, 03:45 AM

মঙ্গলবার মধ্যরাতে কালিয়াকৈর পল্লীবিদ্যুৎ সমিতি এলাকায় এবং বুধবার ভোরে টঙ্গীর বিসিক শিল্পনগরীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল জানান, মঙ্গলবার মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকার হাজী মার্কেটের খোরশেদ আলমের মুদির দোকানে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে মালপত্রসহ দোকান ঘর পুড়ে গেছে।

অপরদিকে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, বুধবার ভোরে টঙ্গীর বিসিক শিল্পনগরীর মেঘনা রোডের একটি ঝুটের গুদামের আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

“এই আগুনে চারটি ঝুটের গুদাম পুড়ে গেছে। এছাড়া পাশের একটি খাবার হোটেলেরও আংশিক ক্ষতি হয়েছে।”

গুদাম মালিকরা হলেন - খোকন, আতাউর, হোসেন আলী ও মোশারফ হোসেন।

বিড়ির আগুন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্টেশন কর্মকর্তারা।

ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বলতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তারা।