একরাম হত্যা: এক পুলিশ কনস্টেবলের সাক্ষ্য

ফেনীর ফুলগাজীর উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলায় এক পুলিশ কনস্টেবল সাক্ষ্য দিয়েছেন।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2017, 03:52 PM
Updated : 14 March 2017, 03:52 PM

সমন জারির পর মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার আসামিদের উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনুল হকের আদালতে ফেনী মডেল থানার তৎকালীন কনস্টেবল কাজি ইসমাঈল হোসেন সাক্ষ্য দেন বলে জানান পিপি হাফেজ আহম্মদ।

সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ২ এপ্রিল পরবর্তী দিন রেখেছেন বিচারক।

পিপি বলেন, একরাম হত্যা মামলার ১৮ সাক্ষীর বিরুদ্ধে সমনজারি করে আদালত। মঙ্গলবার তাদের মধ্যে শুধু কনস্টেবল কাজি ইসমাঈল হোসেন সাক্ষ্য দিয়েছেন।

একরামুল হক (ফাইল ছবি)

এ সময় কারাবন্দি আসামিদের পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এ পর্যন্ত মামলার বাদী একরামের বড় ভাই রেজাউল হক জসিম, ছোট ভাই এহসানুল হক, স্ত্রী তাসমিন আক্তার, গাড়ি চালক আবদল্লাহ আল মামুনসহ ২৮ জন সাক্ষ্য দিয়েছে।

এর আগে দুপুরে কারাকর্তৃপক্ষ একরাম হত্যা মামলায় গ্রেপ্তার ৪৫ আসামির মধ্যে ফেনী কারাগারে বন্দি ২৯ ও কুমিল্লা কারাগারে বন্দি তিন জনকে আদালতে হাজির করে।

তাছাড়া জামিনে থাকা ১৩ আসামিও আদালতে উপস্থিত ছিলেন। এ মামলায় এখনও পলাতক রয়েছেন ১১ আসামি।

২০১৪ সালের ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়।