চলে গেলেন সিরাজগঞ্জের মুক্তিযোদ্ধা সুর্য বানু 

সিরাজগঞ্জের মুক্তিযোদ্ধা সূর্য বানুর মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2017, 03:04 PM
Updated : 14 March 2017, 04:18 PM

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্রেনজন চাম্মু গং জানান।

৭১ বছরের সূর্য বানু পৌর এলাকার নতুন ভাঙাবাড়ি মহল্লার প্রয়াত হারুনর রশীদের স্ত্রী। তার দুই ছেলে ও দিন মেয়ে রয়েছে।

সূর্য বানুর ছোট ছেলে হাফিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,দীর্ঘদিন যাবত তার মা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সকালে তাকে শহরের আভিসিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।

ইউএনও ব্রেনজন বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে পাকহানাদারদের হাতে নির্যাতিত হন সূর্য বানু। ১৯৯২ সালে ঘাতক দালাল নির্মূল কমিটির মাধ্যমে তিনি জনসম্মুখে আসেন। ২০১৬ সালে তিনি মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি লাভ করেন।

মঙ্গলবার বিকাল পৌরসভার রহমতগঞ্জ কবরস্থানে মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় সূর্য বানুকে বিদায় জানানো হয় বলে জানান তিনি।