১০ টাকার চালসহ ইউপি সদস্যের ছেলে গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হতদরিদ্রদের মধ্যে বিতরণের ১০ টাকা কেজি দরের ১৬ টন চালসহ এক ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্যের ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2017, 12:28 PM
Updated : 14 March 2017, 12:51 PM

মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডে চান্দের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ময়মনসিংহ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের এএসপি রওশন মোস্তফা জানান

গ্রেপ্তার সোহেল (৩২) উপজেলার কুশমাইল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলতাফ হোসেনের ছেলে।

এএসপি রওশন বলেন, ভিজিডি ও ১০ টাকা কেজি দরের সরকারি চাল গুদামে মজুদ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১৬ টন চালসহ সোহেলকে আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লীরা তরফদার বলেন, এ ঘটনায় সোহেলের বিরুদ্ধে খাদ্য নিয়ন্ত্রক ছাইদুর রহমানকে দ্রুত বিচার আইনে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

জব্দ চাল থানা হেফাজতে রয়েছে বলে জানান তিনি।