বাগেরহাটে মাকে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

বাগেরহাটে চার বছর আগে এক গৃহবধূকে হত্যার দায়ে তার ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2017, 11:27 AM
Updated : 14 March 2017, 11:27 AM

মঙ্গলবার বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত উজ্জ্বল শেখ (৩৮) কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের শেখ ফজলুর রহমানের ছেলে। তিনি আদালতে উপস্থিত ছিলেন। 

মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা দিয়েছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সীতা রানী দেবনাথ জানান।

মামলার নথি থেকে জানা যায়, নেশা করতে বাধা দেওয়ায় উজ্জ্বলের সঙ্গে প্রায়ই তার মা শাহিদা বেগমের বিবাদ হতো। এর জেরে ২০১৩ সালের ২ জুন ছেলের সঙ্গে শাহিদার কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে উজ্জ্বল একটি কোদাল দিয়ে শাহিদার মাথায় কোপ দিলে তার মৃত্যু হয় বলে মামলায় উল্লেখ করা হয়।

পিপি সীতা রানী জানান, ঘটনার পরদিন শাহিদার স্বামী ফজলুর বাদী হয়ে উজ্জ্বলের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ উজ্জ্বলকে আটক করলে তিনি হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

তদন্ত শেষে কচুয়া থানার এসআই বোধন চন্দ্র বিশ্বাস ওই বছরের ৬ নভেম্বর উজ্জ্বলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ মামলায় আট জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।