হবিগঞ্জের ৪ শিশু হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে

সাক্ষ্যগ্রহণের শেষ পর্যায়ে এসে হবিগঞ্জের বাহুবলের চার শিশু হত্যা মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হচ্ছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2017, 11:23 AM
Updated : 14 March 2017, 11:24 AM

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মঙ্গলবার হবিগগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের আদেশ দেন বলে পিপি ত্রিলোক কান্তি চৌধুরী।

তিনি বলেন, গত ২৪ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করলেও মঙ্গলবার বিষয়টি আদালতের নজরে আসে। পরে বিচারক মামলা স্থানান্তরের আদেশ দেন।

গত ১২ ফেব্রুয়ারি বিকালে মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের আবদাল মিয়া তালুকদারের ছেলে মনির মিয়া (৭), ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) এবং আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০)।

পাঁচ দিন পর বাড়ির কাছ থেকে তাদের বালিচাপা লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই প্রধান আসামি আব্দুল আলীসহ পুলিশ সাত জনকে আটক করে। এরপর আসামি বাচ্চু মিয়া র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্দে নিহত হন।

গত ৫ এপ্রিল হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি মুক্তাদির হোসেন নয় জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।