বিনয় কৃষ্ণের মুক্তির দাবিতে যশোরে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি

যশোর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও মানবাধিকার কর্মী বিনয় কৃষ্ণ মল্লিকের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলার সাংবাদিকরা।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2017, 10:17 AM
Updated : 14 March 2017, 10:26 AM

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেয় যশোরে কর্মরত সাংবাদিকরা।

বেলা সাড়ে ৩টা পর্যন্ত সেখানে অবস্থান করে বিনয় কৃষ্ণের মুক্তি ও পুলিশ সুপার আনিসুর রহমানের পদত্যাগ দাবিতে স্লোগান দেন তারা।

পরে জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে তারা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।

এর আগে বেলা ১২টার দিকে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মনোতোষ বসুর সভাপতিত্বে এক সভায় আগামী ১৬ মার্চ যশোরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সফর বয়টকের সিদ্ধান্ত নিয়েছেন সাংবাদিকরা।

স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের দিন কালো পতাকা প্রদর্শন ও সমাবেশ এবং ১৫ মার্চ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন তারা।

সভায় যশোর প্রেস ক্লাব, যশোর সংবাদপত্র পরিষদ ও যশোর সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে বলে যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ- দৌলা জানান।

যশোরের পুলিশ সুপারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের পর সোমবার মানবাধিকার সংগঠন ‘রাইটসের’ নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিককে গ্রেপ্তার করা হয়।

প্রতারণার একটি মামলায় বিনয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি থানার ওসি মো.ইলিয়াস হোসেন।

বিনয় কৃষ্ণ মল্লিক 'দৈনিক টেলিগ্রাম' নামে একটি সংবাদপত্রের প্রকাশক ও সম্পাদক।