ময়মনসিংহে খাদ্যগুদাম কর্মকর্তাকে মারধরের অভিযোগে মামলা

ময়মনসিংহের ফুলপুরে ‘চাঁদা না দেওয়ায়’ খাদ্যগুদাম কর্মকর্তাকে মারধরের অভিযোগে মামলা হয়েছে।

ইলিয়াস আহমেদ ময়মনসিংহ থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2017, 05:16 AM
Updated : 14 March 2017, 05:18 AM

ফুলপুর থানার ওসি আলী আহাম্মদ মোল্লা জানান, মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে খাদ্যগুদাম কর্মকর্তা আবদাল হোসেন রোববার রাতে একটি অভিযোগ দায়ের করেন। সোমবার দুপুরে সেটা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

আবদাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার সন্ধ্যায় ফুলপুরের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বেচার সময় কাজিয়াকান্দা খাদ্যগুদামের ভেতরে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি গুদামে ঢুকে আমার কাছে চাঁদা দাবি করেন।

“চাঁদা দিতে অস্বীকার করলে দেলোয়ার আমাকে মারধর করেন। আমার চিৎকার শুনে পাশে থাকা হতদরিদ্র কর্মসূচির চালের ডিলার জাগ্রত কুমার সাহা ও নৈশপ্রহরী ফারুকসহ আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করেন।”

ওসি আহাম্মদ বলেন, ঘটনার পর থেকে আসামি দেলোয়ার পলাতক। তাকে ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।