আধিপত্য নিয়ে দ্বন্দ্বে এক হাজার কলা ও ৩০০ পেঁপে গাছ নিধন

আধিপত্য নিয়ে দ্বন্দ্বে মাগুরা সদর উপজেলায় তিন কৃষকের এক হাজার কলা এবং ৩০০ পেঁপে গাছ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2017, 01:39 PM
Updated : 13 March 2017, 01:40 PM

মাগুরা সদর থানায় ওসি একেএম আজমল হুদা জানান, রোববার রাতে উপজেলার ধলহরা খোলারদাড়ি মাঠে এ ঘটনা ঘটে।

এতে আট লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই তিন কৃষক।

ক্ষতিগ্রস্ত রকিবুল ইসলাম বলেন, “আধিপত্য নিয়ে চাউলিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার আতিয়ার রহমান ও সাবেক মেম্বার নাজমুল হোসেনের মধ্যে দির্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে।

“যার জের ধরেই নাজমুল মেম্বার ঘোষণা দিয়ে রোববার রাতে তার লোকজন দিয়ে আতিয়ারের সমর্থক মোজাম মণ্ডলের এক হাজার ফলবান কলাগাছ, আমার একশ কলার কাদি ও উজ্জল মাহমুদের ক্ষেতের তিন শতাধিক ধরন্ত পেঁপে গাছ কেটে ফেলেছে।”

এতে কমপক্ষে আট লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন রকিবুল।

মোজাম মণ্ডল বলেন, তার ক্ষেতের বারো আনা গাছে কলার কাদি ছিল।শত্রুতা করে গাছ কেটে ফেলায় তিনি পথে বসেছেন।

তবে এ ব্যাপারে কথা বলার জন্য মোবাইল ফোন কল করলেও নাজমুল তা ধরেননি।

ওসি বলেন, এ ঘটনায় এখনও কেউ মামলা না করলেও মৌখিক অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।