ময়মনসিংহে দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহের ভালুকায় পৃথক দুর্ঘটনায় স্থানীয় এক শ্রমিকলীগ নেতা ও এক যুবক নিহত হয়েছেন।   

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2017, 01:05 PM
Updated : 13 March 2017, 01:15 PM

ভালুকা থানার ওসি মামুন অর রশিদ জানান, জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সোমবার দুর্ঘটনাগুলো ঘটে।   

নিহতরা হলেন নরসিংদীর বালিয়াপাড়া গ্রামের রোমান (২৮) এবং ঝালপাজা গ্রামের মোবারক হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৩২)।

শফিকুল ১০ নম্বর হবিরবাড়ী ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি।   

ওসি মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“বিকালে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই শফিকুলের মৃত্যু হয়।”

পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে বলে জানান তিনি।  

ওসি জানান, শফিকুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সমর্থক ও স্থানীয় লোকজন বাসটি আটক করে ভাংচুর করে।

এ সময় তারা আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।পরে পলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

এদিকে বেলা ১২টার দিকে ঢাকা থেকে ময়মনসিংহগামী আরেকটি বাস মোরসাইকেল আরোহী রোমানকে চাপা দিলে তিনিও ঘটনাস্থলে মারা যান বলে ওসি মামুন জানিয়েছেন।

নিহতদের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।