সুনামগঞ্জ উপ নির্বাচন: জাপা ও জাসদ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় পার্টি (এরশাদ) ও জাসদ (ইনু) প্রার্থী।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2017, 11:43 AM
Updated : 13 March 2017, 11:45 AM

মনোনয়নপত্র প্রত্যাহারের দিন সোমবার বিকালে জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী জাহির আলী ও জাসদ (ইনু) প্রার্থী আমিনুল ইসলাম জেলা নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়পত্র প্রত্যাহার করেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা (আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা সিলেট অঞ্চল) এস এম এজহারুল হক।

আওয়ামী লীগ প্রার্থী জয়া সেনগুপ্তকে সমর্থন দিয়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানান ওই দুই প্রার্থী।

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আসনটি খালি হলে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।  

আওয়ামী লীগ প্রার্থী হিসেবে সুরঞ্জিতের স্ত্রী জয়া সেনগুপ্তসহ পাঁচ প্রার্থী গত ২ মার্চ মনোনয়নপত্র জমা দেন। ৫ মার্চ যাছাই-বাছাইয়ে জাসদ (আম্বিয়া-প্রধান) প্রার্থী সালেহীন চৌধুরীর শুভ মনোনয়ন বাতিল করা হয়।

আর দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় আওয়ামী লীগের প্রার্থী জয়া সেনগুপ্ত ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সায়েদ আলী মাহবুব নির্বাচন করবেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

তফসিল অনুসারে আগামী ৩০ মার্চ এ আসনে ভোটগ্রহণের কথা রয়েছে।