সুন্দরবনে র‌্যাব-বনদস্যু গোলাগুলি, আটক ৪

সুন্দরবনে গোলাগুলির পর ‘বনদস্যু’ জিয়া বাহিনীর প্রধানসহ চারজনকে আটকের খবর জানিয়েছে র‌্যাব।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2017, 10:03 AM
Updated : 13 March 2017, 10:09 AM

সোমবার ভোরে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাটেশ্বর খাল এলাকায় এ ঘটনা ঘটে বলে র‌্যাব- ৬ এর কমান্ডিং অফিসার খন্দকার রফিকুল ইসলাম জানান।

আটকরা হলেন, বনদস্যু জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমান জিয়া (৩৭), তার সহযোগী মিন্টু গাজী (৩২), মাসুম বিল্লাহ (২৫) ও ইউনুচ আলি পঁচা (২৪)।

ঘটনাস্থল থেকে র‌্যাব সদস্যরা দুটি ওয়ান শুটারগান, দুটি পাইপগান ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

র‌্যাব কর্মকর্তা রফিকুল বলেন, বনদস্যু জিয়া বাহিনী কাটেশ্বর খাল এলাকা অবস্থান করছে এমন খবরে সোমবার ভোরে র‌্যাব সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা তাদের দিকে গুলি ছোড়ে।

“র‌্যাবও পাল্টা গুলি করে। প্রায় ২০ মিনিট গোলাগুলির পর বনদস্যুরা পিছু হটলে সেখান থেকে দুটি ওয়ান শুটারগান, দুটি পাইপগান ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার এবং জিয়া বাহিনীর প্রধানসহ তার তিন সহযোগীকে আটক করা হয়।”

তাদেরকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।