চাঁদপুরে ১৯ জেলেকে দুই বছরের সাজা

চাঁদপুরের হাইমচর উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ১৯ জেলেকে দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2017, 04:44 AM
Updated : 13 March 2017, 04:46 AM

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মো. মাইনুদ্দিন সোমবার সকালে এ আদেশ দেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান জানান, রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত হাইমচর উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালায় জাটকা নিধন প্রতিরোধ টাস্কফোর্স।

“জাটকা শিকারের অপরাধে ১৯ জেলেকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বিচারক ইউএনও মো. মাইনুদ্দিন তাদের প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড দেন।”

সাজা পাওয়া জেলেদের পাঁচজন মুন্সীগঞ্জ ও ১৪ জন শরীয়তপুর জেলার বাসিন্দা। তাদের চাঁদপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযানে ৩০ কেজি জাটকা ও ৩৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয় বলে জানান মৎস্য কর্মকর্তা।

ইলিশের অভয়াশ্রম ঘোষিত, চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত, পদ্মা-মেঘনার ১০০ কিলোমিটারে মার্চ-এপ্রিল দুই মাস জাটকাসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।