জনপ্রতিনিধি নির্বাচনে আরও সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

জনপ্রতিনিধি নির্বাচিত করার ক্ষেত্রে ভোটারদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2017, 06:11 PM
Updated : 13 March 2017, 01:20 PM

রোববার নিজের জেলা কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার মুক্তিযোদ্ধা আব্দুল হক ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি বলেন, “দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে নেতা নির্বাচনে আপনাদের আরও সচেতন হতে হবে।

“আমার বিশ্বাস, তা দেশকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর  জনপ্রতিনিধিরা সচেতন হলে সরকারি কর্মকর্তারা সততার সঙ্গে দায়িত্ব পালন করতে বাধ্য হবে।”

জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন,“অনেক জনপ্রতিনিধি ভোট আদায়ের লক্ষ্যে ভোটের আগে সাধারণ মানুষের সঙ্গে ভালো আচরণ করেন, আর নির্বাচিত হয়ে জমিদারের মতো মনোভাব দেখান। এটা উচিত নয়। নির্বাচনের পরও একই থাকা উচিত।”

চার দিনের সফরের রোববার দুপুরে মিঠামইনে পৌঁছান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এরপর তিনি রিকশায় চড়ে মিঠামইন সদর বাজার ঘুরেন।

দায়িত্ব পালন শেষে আবারও নিজ এলাকায় ফেরার আশা ব্যক্ত করে সুধী সমাবেশে তিনি বলেন,“যদিও বঙ্গভবনে বাস করি, তবু মন সব সময় এই হাওরে পড়ে থাকে। আল্লাহ যদি আমাকে দীর্ঘ জীবন দান করেন, আমি আবার হাওর এলাকায় ফিরে আসব।”

মুক্তিযোদ্ধা আব্দুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হক এর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য রাষ্ট্রপতি পুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সোহরাব উদ্দিন ও  কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন।

এর আগে রাষ্ট্রপতি তার মায়ের নামে প্রতিষ্ঠিত তমিজা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের নবমির্মিত তিনতলা ভবন উদ্বোধন করেন।

সোমবার ইটনা ও পরদিন অষ্টগ্রামে বেশ কিছু কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।