যৌতুক মামলায় পুলিশ সদস্য দণ্ডিত

যৌতুক মামলায় এক পুলিশ সদস্যকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2017, 02:30 PM
Updated : 12 March 2017, 02:30 PM

দণ্ডিত এক হাজ্জাজুর রহমান সুমন (৪৫) মানিকগঞ্জের খেরুপাড়া গ্রামের হাসান আলীর ছেলে। নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার এএসআই ছিলেন।

রোববার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ফতুল্লার দেলপাড়া এলাকার হাজেরা আক্তার মুক্তাকে বিয়ে করেন এএসআই হাজ্জাজুর সুমন। বিয়ের পর থেকেই তিনি যৌতুক চেয়ে নির্যাতন করতেন। ২০১৫ সালে সুমনের বিরুদ্ধে আদালতে যৌতুক মামলা করেন তার স্ত্রী।

মামলার পর সুমন খুলনা বিভাগে বদলি হয়ে যান। এরপর পুলিশ বিভাগীয় শাস্তির অংশ হিসেবে তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম জানান, ২০১৫ সালে করা মামলায় আদালত সমুনকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের দণ্ডাদেশ দিয়েছে।

সন্ধ্যায় তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পরিদর্শক সোহেল।