ঠাকুরগাঁওয়ে ধর্মীয় উস্কানির অভিযোগে আটক ৩

ঠাকুরগাঁও শহরে এক ওয়াজ মাহফিলে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে এক জামায়াতকর্মীসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2017, 08:40 AM
Updated : 12 March 2017, 10:04 AM

শহরের গোয়ালপাড়া এলাকা থেকে শনিবার রাতে তাদের আটক করা হয় বলে ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান জানিয়েছেন।

আটকরা হলেন শহরের সরকারপাড়া মহল্লার প্রয়াত ইয়াকুব আলীর ছেলে জামায়াতকর্মী ইউনুস আলী (৪৯), একই মহল্লার প্রয়াত তবিব উদ্দীনের ছেলে তোফাকুল ইসলাম (৪৮) ও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাদর গ্রামের হাসান আলীর ছেলে শাহ আলম (২৪)।

ওসি মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের গোয়ালপাড়া এলাকায় এক ওয়াজ মাহফিলের আয়োজন করে স্থানীয়রা। এর জন্য পুলিশের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি তারা।

“ওয়াজ মাহফিলে বক্তারা মুসল্লিদের উদ্দেশে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন সংবাদ পেয়ে রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়।”

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি মশিউর রহমান।