টাঙ্গাইলে হত্যা মামলায় ১৫ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলে ১১ বছর আগে এক যুবক হত্যা মামলায় ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2017, 08:24 AM
Updated : 12 March 2017, 09:48 AM

টাঙ্গাইলের বিশেষ আদালতের বিচারক ওয়াহেদুজ্জামান রোববার এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্তদের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হিলোরা গ্রামে। তারা আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবনের পাশাপাশি বিচারক প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন বলে আদালত পুলিশের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম জানান।

একই সঙ্গে অপরাধ প্রমাণ না হওয়ায় এ মামলায় পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মামলার নথিতে বলা হয়েছে, মির্জাপুর উপজেলার ময়রা ইউনিয়নের হাড়ভাঙ্গা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ২০০৬ সালের ৫ মে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে তোফাজ্জল হোসেনকে (৩৫) হত্যা করে।

ওইদিন নিহতের ভাই গোলাম কিবরিয়া ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

মির্জাপুর থানার এসআই মোশাররফ হোসেন জানান, ২০০৬ সালের ১৯ নভেম্বর প্রথম অভিযোগপত্র দেয় পুলিশ। ওই সময় বাদীপক্ষ নারাজি আবেদন করলে আদালত পুনরায় তদন্তের আদেশ দেয়।

 

পরে পুনর্তদন্ত শেষে ২০০৭ সালের ২৯ এপ্রিল আবার অভিযোগপত্র দেওয়া হয়।

২০০৮ সালে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয় বলে জানান মোশাররফ।