ময়মনসিংহে আগুনে পুড়ল জুতার দোকান

ময়মনসিংহের ভালুকায় আগুন লেগে একটি জুতার দোকান ও গোডাউন পুড়ে গেছে। 

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2017, 05:08 AM
Updated : 12 March 2017, 09:49 AM

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক কাজী নাজমুজ্জামান জানান, স্থানীয় রায় মার্কেটে হিরা সুজ নামের দোকানে রোববার ভোর ৩টার দিকে এ অগ্নিকাণ্ড হয়।

এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

দোকানের মালিক হিরার লাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“আগুনে জুতার দোকান ও গুডাউনের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।”

এতে নগদ আড়াই লাখ টাকাসহ প্রায় ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা কাজী নাজমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে ভালুকা, ময়মনসিংহ, ত্রিশাল, গফরগাঁও, শ্রীপুর ও গাজিপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়।

“ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা গেলেও দোকান ও গুডাউনের মালামাল রক্ষা করা যায়নি।” 

আগুন কিভাবে লেগেছে তা নিশ্চিত করতে না পারেনি ফায়ার সার্ভিস। তবে বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা তাদের।