কুষ্টিয়ায় ৩ দিনের লালন স্মরণোৎসব

বাউল সম্রাট ফকির লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শুরু হয়েছে তিন দিনের স্মরণোৎসব।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2017, 05:29 PM
Updated : 11 March 2017, 05:32 PM

শনিবার রাতে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন এ উৎসবের উদ্বোধন করেন।

এবারের প্রতিপাদ্য ‘‘আর কি হবে এমন জনম’’ এর মুখ্য আলোচক কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল আহসান চৌধুরী।

দেশ-বিদেশ থেকে সাধু-গুরু, বাউল-ফকির ও দর্শনার্থীরা এসে জড়ো হয়েছেন লালন সমাধি প্রাঙ্গণে।

.

ছেঁউড়িয়ায় আগতদের নিরাপত্তা বিশেষ করে বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে বলে জানান লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হান।

ইতিমধ্যে উৎসবে যোগ দিতে লালন ভক্তরা আখড়া বাড়ি,একাডেমি ভবনের নিচ তলাসহ মূল মঞ্চের আশপাশে অবস্থান নিয়েছেন।

৪-৫ জনের ছোট ছোট দলে ভাগ হয়ে একতারা-দোতারা, ঢাক-ঢোল পিটিয়ে লালনের গানে সুর তুলছেন বাউল সাধুরা।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমির আয়োজনে এই উৎসব চলবে আগামী ১৩মার্চ পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে লালন মাজারের প্রধান খাদেম মোহাম্মদ আলী, লালন একাডেমির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।