ফরিদপুরে পিকনিক বাস খাদে, এনজিওকর্মী নিহত

ফরিদপুর সদরে একটি পিকনিক বাস খাদে পড়ে এক এনজিওকর্মী নিহত হয়েছেন; আহত হন অন্তত ৩৭ জন।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2017, 08:30 AM
Updated : 11 March 2017, 08:30 AM

শনিবার ভোর উপজেলার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নাজিম উদ্দিন জানান।

নিহত মফিজুর রহমানের বাড়ি যশোরের মহেশপুর গ্রামে। তিনি ‘জাগরণী চক্র ফাউন্ডেশন’ নামের একটি বেসরকারি সংস্থার কুষ্টিয়া জোনাল অফিসের ম্যানেজমেন্ট ইনফমেশন সিস্টেম বিভাগে কর্মরত ছিলেন।

ওসি নাজিম উদ্দিন জানান, জাগরণী চক্র ফাউন্ডেশনের কুষ্টিয়া অঞ্চলের বিভিন্ন অফিসে কর্মরত দেড় শতাধিক কর্মকর্তা-কর্মচারী চারটি বাস নিয়ে কুয়াকাটায় আনন্দভ্রমণে যান। শুক্রবার রাতে রওনা হয়ে চারটি বাস কুষ্টিয়ায় ফিরছিল।

“ভোরে গড়াই পরিবহন নামের বাসটি ফরিদপুরের বাইপাস সড়কের ব্রাক্ষ্মণকান্দায় একটি ট্রাককে ওভারটেকিং করতে গিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মফিজুরের মৃত্যু হয়।”

ওসি বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ৩৭ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহতের সহযাত্রী সিদ্দিকুর রহমান আহতদের বরাত দিয়ে বলেন, বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার আগেও বাসটি একাধিকবার দুর্ঘটনায় পড়তে পড়তে বেঁচে যায়।