হামলায় পণ্ড হওয়া সেই বিয়ে পুলিশ প্রহরায় সম্পন্ন

বাগেরহাটের চিতলমারীতে প্রতিপক্ষের হামলায় পণ্ড হয়ে যাওয়া বিয়ে পুলিশ প্রহরায় সম্পন্ন হয়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2017, 01:21 PM
Updated : 10 March 2017, 02:29 PM

শুক্রবার চিতলমারী থানার ওসি রেজাউল করিম এ কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগুড়ি গ্রামের শেখ ইদ্রিস আলীর মেয়ে সুরছিন খাতুনের সঙ্গে মোল্লাহাট উপজেলার নতুন ঘোষগাঁতি গ্রামের এনায়েত সরকারের ছেলে জিয়া সরকারের বিয়ের কথা ছিল। পূর্ব বিরোধের জেরে ইদ্রিস আলীর বাড়িতে হামলার ঘটনা ঘটলে সেদিন বিয়ে আর হয়নি।

শেখ ইদ্রিস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিপক্ষের হামলার কারণে বৃহস্পতিবার বরপক্ষের লোকজন না আসায় আর সে বিয়ে হয়নি। শুক্রবার পুলিশ নিরাপত্তা দেওয়ায় শান্তিপূর্ণভাবে বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে।”

ওসি রেজাউল বলেন, শুক্রবার বিয়ের অনুষ্ঠানে যাতে নতুন করে কোনো সংঘাত না হয় সেজন্য ওই এলাকায় বাড়তি টহল জোরদার করা হয়। দুপুরে ইদ্রিস আলীর মেয়ের বিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

এ ঘটনায় শেখ ইদ্রিস আলী কোনো মামলা করেন নি বলে জানান তিনি।