ময়মনসিংহে দুটি দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

ময়মনসিংহের ত্রিশাল ও ভালুকা উপজেলায় দুটি দুর্ঘটনায় শিশুসহ দুই জন নিহত হয়েছেন; আহত হন আরও তিন জন।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2017, 12:44 PM
Updated : 10 March 2017, 12:44 PM

ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান জানান, শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বগারবাজারে বাসচাপায় অজ্ঞাত পরিচয় এক যুবক (২৫) নিহত হন। আহত হন তিনজন।

আহতরা হলেন আসাদ (২৩), শাহীন (২৫) ও অজ্ঞাত পরিচয় একজন। এরা ভালুকা উপজেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মনিরুজ্জামান জানান, বগারবাজারে ময়মনসিংহগামী এনা পরিবহনের একটি বাসকে পিছন থেকে শ্যামলী বাংলা পরিবহন ওভারটেক করার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের উপর উঠে যায় শ্যামলীর গাড়িটি।

“এতে ঘটনাস্থলে অজ্ঞাত ওই ব্যক্তির (২৫) মৃত্যু হয়।”

এ ঘটনার পর উত্তেজিত জনতা প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি।

ভালুকা থানার ওসি মামুন-অর-রশিদ জানান, বেলা ৫টার দিকে সিডস্টোর বাজারে বাসচাপায় অজ্ঞাত পরিচয় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা এনা পরিবহনসহ দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শিশুর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে বলে জানান ওসি।