দাদনের টাকা নিতে গিয়ে ‘ধর্ষণের শিকার’, গ্রেপ্তার ১

রাজশাহীর বাগমারায় গৃহবধূকে ধর্ষণের মামলায় এক দাদন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী অফিসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2017, 11:12 AM
Updated : 10 March 2017, 01:12 PM

বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ জানান, মাড়িয়া ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের বাড়ি থেকে শুক্রবার ভোরে আব্দুল আহাদ ওরফে হবলকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

মামলার বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি নাছিম বলেন, ঝিকরা ইউনিয়নের নামকাম গ্রামের এক গৃহবধূ (৩৩) গত ২ মার্চ দাদনের টাকা আনতে আহাদের বাড়ি যান। এ সময় আহাদ তাকে ধর্ষণ করেন।

“এরপর ৯ মার্চ দাদনের টাকা দেওয়ার কথা বলে আহাদ ওই নারীকে চলে যেতে বলেন। বৃহস্পতিবার ওই গৃহবধূ টাকা আনতে গেলে আহাদ আবার তাকে ধর্ষণ করেন।”

ওসি জানান, ধর্ষণের পর আহাদ টাকা না দিলে ওই নারী চিৎকার শুরু করেন। পরে আহাদ তাকে বাড়ি থেকে বের করে দেন। পরে ওই গৃহবধূ থানায় গিয়ে ধর্ষণ মামলা করেন বলে জানান তিনি। 

বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে ওই নারী বলেন, এনজিওর ঋণ পরিশোধের জন্য আহাদের কাছে ২০ হাজার টাকা দাদন নিতে গিয়েছিলেন তিনি।