ঝিনাইদহে কবি পাগলা কানাইয়ের জন্মোৎসব শুরু

জিন্দা দেহে মুরদা বসন, থাকতে কেন পর না; মন তুমি মরার ভাব জান না; মরার আগে না মরিলে পরে কিছুই হবে নাসহ অসংখ্য গানের শ্রষ্ঠা কবি পাগলা কানাইয়ের ২০৭তম জন্মোৎসব শুরু হয়েছে।

বিমল সাহা ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2017, 05:40 PM
Updated : 9 March 2017, 05:40 PM

ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে কবির সমাধি ও প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে তিন ‍দিনের উৎসবের সূচনা হয়।

এছাড়া আলোচনা সভা, লাঠিখেলা ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদের সাধারণ সম্পাদক আব্দুর রশিদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদের দপ্তর সম্পাদক আশরাফুল আলমের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাগলা কানাই গবেষক আক্কাস আলী। আলোচনা সভা শেষে মুতাছিম বিল্লাহ মিন্টুর লেখা চারণ কবি পাগলা কানাই  গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

তিনদিনব্যাপী এই অনুষ্ঠানের মধ্যে রয়েছে কবি রচিত ধুয়াজারী গান পরিবেশন, নাটক ও পালাগান। আগামী শনিবার শেষ হবে উৎসব।

আব্দুর রশিদ বলেন, লোক-সাধনা ও মরমী সঙ্গীতের এ কবি ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে বাংলা ১২১৬ সালের ২৫ ফাল্গুন জন্মগ্রহণ করেন এবং বাংলা ১২৯৬ সালের ২৮ আষাঢ় মৃত্যুবরণ করেন।