ফেনীতে ভ্রাম্যমাণ আদালতে হামলা, আনসার নিহত

ফেনীর ফুলগাজী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাদক বিক্রেতাদের সংঘর্ষে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2017, 04:18 AM
Updated : 9 March 2017, 05:04 AM

ফুলগাজী থানার পরিদর্শক এস এম মোর্শেদ জানান, বুধবার মধ্যরাতে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা বদরপুরের খানাবাড়ীতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মাদক বিক্রেতাদের সংঘর্ষ হয়।

নিহত আনসার সদস্য ল্যান্স নায়েক নওশের আলী ভ্রাম্যমাণ আদালতের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা আহত হন। তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদে বলেন, মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান হিসেবে বুধবার মধ্যরাতে মাদক বিক্রেতাদের ধরতে ভারতীয় সীমান্ত এলাকা বদরপুরের খানাবাড়িতে অভিযান চালানো হয়।

“বেশ কজনকে মাদকসহ হাতেনাতে ধরা হয়েছিল। একপর্যায়ে স্থানীয় মাদক বিক্রেতারা সংঘবদ্ধ হয়ে ভ্রাম্যমাণ আদালতের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় আনসার সদস্য নওশের নিখোঁজ হন।”

বৃহস্পতিবার ভোরে নওশেরের লাশের খবর পাওয়া যায়।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিসিঞ্জার চাকমা বলেন, ঘটনাটি নো-ম্যান্স ল্যান্ডে হওয়ায় ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নওশেরের লাশ নিয়ে যায়। তাছাড়া বিএসএফ একজনকে আটকও করেছে।

“এ ব্ষিয়ে সকালে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বিকাল নাগাল লাশ ফেরত পাওয়া যাবে।”