গাজীপুরে স্ত্রী হত্যায় যাবজ্জীবন

গাজীপুরে স্ত্রী হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2017, 01:30 PM
Updated : 8 March 2017, 01:30 PM

বুধবার বিকালে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ মো. ইকবাল হোসেন আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম (৩৭) ময়মনসিংহের পাগলা থানার পাইথল এলাকার মৃত মেহের আলীর ছেলে।

রায়ে একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান আদালত পরিদর্শক মো. রবিউল ইসলাম।

মামলার বরাত দিয়ে তিনি জানান, পরিবারের অমতে শ্রীপুর উপজেলার কেওয়া পূর্বখন্ডের ইয়াকুব আলীর মেয়ে জেসমিনের সঙ্গে ২০১২সালের মার্চে সাইফুল ইসলামেরবিয়ে হয়। পরে তারা পূবাইল এলাকার বসুগাঁ গ্রামের হাসান উদ্দিনের বাড়িতে ভাড়া থাকেন।

“২০১২ সালের ২৪ জুন রাতের কোনো এক সময়ে সাইফুল স্ত্রীকে গলাটিপে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরের দিন সাইফুলকে আসামি করেমামলা করেন জেসমিনের মা।”

তদন্ত শেষে সাইফুলমকে আসামি করে একই বছরের ২৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।