মাটিরাঙ্গায় ‘উত্ত্যক্তের শিকার’ কলেজছাত্রীর ‘আত্মহত্যা’

‘উত্ত্যক্তের শিকার হয়ে’ খাগড়াছড়িতে এক কলেজছাত্রী ‘আত্মহত্যা’ করেছেন বলে স্বজনদের অভিযোগ।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2017, 01:10 PM
Updated : 8 March 2017, 01:10 PM

বুধবার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং মাইজপাড়ার বাড়ির পাশের একটি গাছে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।

মৃত আরিফা বেগম (১৯) মাটিরাঙা তবলছড়ি গ্রীণহিল কলেজের একাদশ  (মানবিক) শ্রেণির ছাত্রী ছিলেন।

আরিফা মাইজপাড়ার মৃত আবিদ আলী পোদ্দারের মেয়ে।   

তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ জালাল উদ্দিন জানান, ভোর ৪টার দিকে আরিফার বড় ভাই আমান হোসেন ঘরের বাইরে গিয়ে কাঁঠাল গাছে বোনের ঝুলন্ত লাশ দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে বলে জানান জালাল।  

স্থানীয়দের বরাত দিয়ে এসআই জালাল বলেন, একই কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র মো. হুসাইনের সঙ্গে আরিফার ‘প্রেমের সম্পর্ক’ ছিল। মঙ্গলবার তাদের মধ্যে ‘ঝগড়া’ হয়েছিল।  

তাইন্দং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, আরিফাকে কলেজে যাতায়াতের পথে দীর্ঘদিন যাবত হুসাইন উত্ত্যক্ত করে আসছিলেন।

হুসাইন তবলছড়ি হাসপাতাল এলাকার মো. মিলনের ছেলে।

মাটিরাঙা থানার ওসি সাহাদাৎ হোসেন জানান, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে আরিফার বাবা আবিদ আলী বাদী হয়ে মো. হুসাইনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।