সিলেটে পিটুনিতে ‘ডাকাত’ নিহত

সিলেটে জনতার সঙ্গে ‘ডাকাত দলের’ সংঘর্ষের পর পিটুনিতে সন্দেহভাজন এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2017, 12:19 PM
Updated : 8 March 2017, 12:19 PM

বুধবার কালীরগাওঁ গ্রামে এ ঘটনা ঘটে বলে জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন জানান।

নিহত কালা মিয়া (৪০)  কানাইঘাট উপজেলার তালবাড়ী গ্রামের প্রয়াত আব্দুর রহমানের ছেলে।

আহতরা হলেন কালীরগাঁও গ্রামের আলী আহমদ (১৬), দুদু মিয়া (২৬), রমজান আলী (২০) ও সালেহ আহমদ (১৩)।

ওসি আক্তার বলেন, ভোরে কালীরগাঁও গ্রামের সুরুজ মিয়ার বাড়িতে ডাকাতি করে পালানোর সময় বাড়ির লোকদের চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে ধাওয়া করেন।

“এ সময় জোরকুড়ির হাওরে এলাকাবাসীর সঙ্গে ডাকাতদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে ডাকাত কালা মিয়া ধরে পিটুনি দেয়। তার সঙ্গীরা পালিয়ে যায়।”

পুলিশ তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুপুরে সেখানে কালা মিয়ার মৃত্যু হয় বলে ওসি জানান।