সিলেটে পাথর উত্তোলন: মাটি ধসে আবার শ্রমিক নিহত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পাথর তুলতে গিয়ে ধসে পড়া মাটিচাপায় আবারও এক শ্রমিক নিহত হয়েছেন।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2017, 11:36 AM
Updated : 8 March 2017, 11:36 AM

বুধবার সকালে জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় এ ঘটনা ঘটে বলে গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার জানান।

নিহত মোস্তাকিন মিয়া (৩৭) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইছবপুর গ্রামের বাতির মিয়ার ছেলে।

এ ঘটনায় পুলিশ তিন শ্রমিককে আটক করেছে।

পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর বলেন, সকালে মন্দিরের জুম এলাকায় ‘অবৈধভাবে পাথর উত্তোলনের’ গর্তে কাজ করছিলেন মোস্তাকিন। হঠাৎ করে গর্তটির পাড় ধসে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

গর্তের মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

গত দেড় মাসে কোম্পানীগঞ্জের শাহ আরপিন টিলা, গোয়াইনঘাটের বিছানাকান্দি ও জাফলংয়ে পাথর উত্তোলনের সময় মাটিচাপা পড়ে অন্তত ১২ শ্রমিকের মৃত্যু হয়েছে।