হান্নানের প্রিজনভ্যানে হামলা: মোস্তফার ‘সহযোগী’ গ্রেপ্তার

মুফতি হান্নানের প্রিজনভ্যানে হামলার ঘটনায় গ্রেপ্তার মোস্তফা কামালের কথিত এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2017, 11:16 AM
Updated : 8 March 2017, 11:38 AM

নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম জানান, ‘মোস্তফার স্বীকারোক্তি মোতাবেক’ মিনহাজুল ইসলামকে নরসিংদীর শেকেরচর বাবুরহাট সংলগ্ন জামিয়া ইমদাদিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়।

নরসিংদী জেলা পুলিশের সহযোগিতায় গাজীপুরের টঙ্গী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানান এসপি আমেনা।

গ্রেপ্তার মিনহাজুল ইসলাম (১৯) ওই মাদ্রাসার কামিল শ্রেণির ছাত্র।

জামিয়া ইমদাদিয়া আরাবিয়া মাদ্রাসার অধ্যক্ষ আশরাফ আলী জানান, মিনহাজুল ইসলাম নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা গ্রামের রতন মিয়ার ছেলে।

মিনহাজুলের জঙ্গি সম্পৃক্ততা সম্পর্কে মাদ্রাসা কর্তৃকক্ষ জানত না, বলেন আশরাফ আলী।

ঢাকা থেকে প্রিজনভ্যানে করে হরকাতুল জিহাদ নেতা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুফতি হান্নানকে কাশিমপুর কারাগারে নেওয়ার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেইট এলাকায় সোমবার বিকালে বোমা হামলা চালানো হয়। ওই সময় মোস্তফা কামালকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি ব্যাগ ও ল্যাপটপ উদ্ধার করে। মোস্তফার ব্যাগ তল্লাশি করে তাজা হ্যান্ড গ্রেনেড, চারটি হাতবোমা, দুটি পেট্রোল বোমা, দুটি চাপাতি ও কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

এ ঘটনায় সোমবার রাতেই একটি মামলা করেছে পুলিশ। এছাড়া মোস্তফাকে জিজ্ঞাসাবাদের জন্য

পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে গাজীপুরের একটি আদালত।   

মোস্তফা কামাল ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পাগলী এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে।