জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে মোস্তফার বাবা-মা-ভাইদের

পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে টঙ্গীতে হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানকে বহনকরা প্রিজন ভ্যানে বোমা হামলাকারী মোস্তফা কামালের বাবা-মা ও দুই ভাইকে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2017, 11:00 AM
Updated : 8 March 2017, 11:02 AM

ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, কোনো জঙ্গি সম্পৃক্ততা না পাওয়ায় মঙ্গলবার রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

তবে তারা পুলিশের নজরদারিতে থাকবেন বলে জানান তিনি।

সোমবার টঙ্গীতে মুফতি হান্নানকে প্রিজন ভ্যান থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় হাতেনাতে আটক হন ময়মনসিংহের তারাকান্দার পূর্ব পাগুলী গ্রামের মোফাজ্জল হোসেনে মাদ্রাসা পড়ুয়া ছেলে মোস্তফা কামাল।

এরপরই গ্রামের তার বাড়িতে অভিযান চালিয়ে মোস্তফার বাবা মোফাজ্জল হোসেন, মা আছিয়া খাতুন, বড় ভাই আব্দুল মোতালেব ও শরিফুল ইসলামকে আটক করে নিয়ে যায় পুলিশ।

মোফাজ্জল বলেন, জঙ্গির বাবার পরিচয় দেওয়াটা অপমানজনক।এরকম ছেলে থাকার চেয়ে না থাকাই ভাল।

আছিয়া খাতুন বলেন, “এমন ছেলেকে পেটে ধরেছি; যার জন্য পুলিশ আমাদের ধরে নিয়ে গেছে।”