ভোলায় ১০ মণ চিংড়ি আটক

নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার চরফ্যাশনে মেঘনা নদী থেকে শিকার করা ১০ মণ চিংড়ি আটক করেছে কোস্টগার্ড।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2017, 02:03 PM
Updated : 7 March 2017, 02:03 PM

মঙ্গলবার উপজেলার চরমানিকা ইউনিয়নের চর কচছপিয়া ঘাটে একটি ট্রলারে এ অভিযান চালানো হয় বলে কোস্টগার্ড চরমানিকা আউটপোস্ট চীফ পেটি অফিসার আলমগীর হোসেন জানান।

তিনি বলেন, দুপুরে একটি ট্রলার থেকে ১০ মন হরিণা ও টাইগার জাতীয় চিংড়ি  মাছ আটক করা হয়। মেঘনা নদী থেকে শিকার করা চিংড়িগুলো কোনো মালিক না পেয়ে তা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলা অঞ্চলের মেঘনা,তেতুলিয়া আর ইলিশা নদীতে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস বিভাগ ।