কক্সবাজারে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

টেকনাফ থেকে চৌদ্দ দিন আগে অপহৃত এক শিশুকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজন দুই অপহরণকারীকে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2017, 01:31 PM
Updated : 7 March 2017, 01:34 PM

উদ্ধার হওয়া শিশু সাকিবুল হাসান (৭) টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকার মো. আমির হোসেনের ছেলে। তবে তার পরিবার উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়ায় বসবাস করে।

মঙ্গলবার কক্সবাজার শহরের কলাতলী এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান।

আটকরা হলেন, টেকনাফের দক্ষিণ বড়ডেইলের মোহাম্মদ আমীন (২২) ও কক্সবাজারের কলাতলীর মোহাম্মদ আলাউদ্দিন (৩০)।

কোম্পানি অধিনায়ক আশেকুর বলেন, “গত ২১ ফেব্রুয়ারি ফলিয়াপাড়া সাকিবুল হাসানকে অপহরণ করা হয়। এরপর তাকে না পেয়ে শিশুটির মা র‌্যাবের কাছে লিখিত অভিযোগ করেন। কয়েকদিন পর শিশুটির মায়ের কাছে ফোনে মুক্তিপণ দাবি অপহরণকারীরা।”

“মোবাইল ফোনের সুত্র ধরে কলাতলী থেকে শিশুটিকে উদ্ধার ও আটক করা হয় অপহরণ চক্রের দুই সদস্যকে।”

আটকদের বিরুদ্ধে মামলা করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আশেকুর।