ইবিতে প্রশ্ন ফাঁস: ১৬ মার্চ ফের ভর্তি পরীক্ষা

প্রশ্ন ফাঁসের কারণে বাতিল হওয়া কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এফ ইউনিটের পরীক্ষা আগামী ১৬ মার্চ ফের অনুষ্ঠিত হবে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2017, 01:05 PM
Updated : 7 March 2017, 01:05 PM

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এফ এম আবদুল লতিফ এ কথা জানান।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকায় সোমবার এক শিক্ষককে সাময়িক বরখাস্ত এবং ওই ইউনিটের পরীক্ষা পুনরায় গ্রহণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

রেজিস্ট্রার এফ এম আবদুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপার্চায অধ্যাপক রাশিদ আসকারি সভাপতিত্বে মঙ্গলবার কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা হয়েছে। ‘এফ’ ইউনিটের পূন:ভর্তি পরীক্ষা আগামী ১৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

“প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রমাণিত হওয়ায় নতুন করে এই পরীক্ষা নেওয়া হচ্ছে। এবার নতুন ভর্তিচ্ছুকরা আবেদন করতে পারবেন না। বাতিলকৃত পরীক্ষায় যারা অংশ নিয়েছিলেন শুধুমাত্র তারাই এই পরীক্ষায় অংশ নিতে পারবেন।”